বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করল গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। জানা গেছে, গতকাল সকালে ২০১৮ সনের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক ভ্রমন সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন ছাত্রদের নিয়ে টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক জহিরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য ছরোয়ার দাড়িয়া, ইস্তেয়াকুর রহমান শাহিন, জাকির হোসেন মানিক মোল্লা, সেলিম সরদার, শিক্ষক সরোয়ার হোসেন, নির্মল ভদ্র, কাইউম লস্কর, মাহমুদ আলম মিঠু, জামাল মুন্সি, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা রিপন সিকদারসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অভিভাবকবৃন্দ। এর আগে বাগেরহাটের ঐতিহাসিক স্থান ষাট গম্বুজ মসজিদ ও বাগেরহাটের খানজাহানের মাজার ও দীঘি পরিদর্শন করা হয়।