গৌরনদী প্রেসক্লাবে প্রতিবাদ সভা

গৌরনদী বরিশাল প্রতিনিধি
দৈনিক ভোরের কাগজের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শ্যামল দত্তের নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে গতকাল বিকেল ৪টায় গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, আলম, সহসভাপতি এইচ,এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, দপ্তর সম্পাদক আমিনা আকতার সোমা, সাবেক সভপতি মোঃ আহছান উল্লাহ, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, এস,এম জুলফিকার, সাবেক সহসভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক সহ সম্পাদক নারগিস সুলতানা, সাবেক কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র ভোবের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সর্বদা, আমাদের দেশ জাতি ও স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লেখনির মাধ্যমে লড়াই চালিয়ে এসেছেন। তার মত একজন স্বনামধন্য সম্পাদকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আমরা উদ্বিগ্ন। এ পরোয়ানার মাধ্যমে দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে রুদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।