কমলগঞ্জের রহিমপুরে পিঠা উৎসব

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে কিশোরী ক্লাব সূচনা প্রকল্প ও রহিমপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে পিঠা উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়। সোমবার রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ পিঠা মেলা হয়েছে।

আল্চেনা সভায় রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে ও ইউপি সচিব সুলেমান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী পিঠামেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজিবুব রহেমান রঞ্জু, এম এ ওয়াহিদ রুলু, জয়নাল আবেদীন, এসকে দাস, পিন্টু দেব নাথসহ সুচনার কর্মকর্তা বৃন্দ।