কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরন

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল নিয়ে সুবিধা বঞ্চিত শব্দকর সম্প্রদায়ের পাশে দাঁড়ালেন কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক। রবিবার রাত ১০টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর ও হরিশ্মরণ গ্রামের শব্দকর সম্প্রদায়ের দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমীন মিল্টন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ প্রমুখ।