শমশেরনগরের বিশিষ্ট ব্যবসায়ী ইজ্জাদ আর নেই

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ইজ্জাদ আর নেই। শনিবার দিবাগত রাত সোয়া ৩ টায় সিলেট ইবনে সিনা (প্রা:) হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীরেখে গেছেন।
রবিবার বিকাল সোয়া ৩টায় শমশেরনগর শাহ মফিজ (র:) মাজার প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা শেষে দক্ষিণ রাধানগর গ্রামের নিজ পারিবারীক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। তাঁর মৃত্যুতে শমশেরনগর বণিক কল্যাণ সমিতির আহবানে রবিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শমশেরনগর বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করা হয়।