নাজিরপুরে অগ্নিকান্ডে ১৬ দোকান ভস্মিভূত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় খেজুরতলা বাজারে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ওই বাজারের আবুল মিয়ার লন্ডিতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে আগুনে পুড়ে যায় ১৬টি দোকান । শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল খান বলেন, অগ্নিকান্ডে ব্যবসায়ীদের অর্ধকেটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সার ও কীটনাশকের দুটি গুদাম পুড়ে সালাউদ্দিন নামের এক ব্যবসায়রি ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডেরঘটনা ঘটে।