পিরোজপুর ও স্বরূপকাঠিতে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে ও স্বরূপকাঠিতে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুরে আলোচনা সভা, কেক কাটা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিকৃতি জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন আকর্ষণীয় ফেস্টুন নিয়ে র‌্যালীটি মুজিব চত্বরে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ আব্দুল হাকিম হাওলাদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, তৌহিদুল ইসলাম হিরু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, আক্তারুজ্জামান মানিক, ইরতিজা হাসান রাজু, মাসুদ আহম্মেদ রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিঠু, মেজবাহ উদ্দিন সাবু, ছাত্রলীগ নেতা সানাউল্লাহ সানা, ভিপি এস.এম বায়েজিদ হোসেন, সুমন শিকদার, তানভির হাসান ডালিম, শওকাত খান, জুনায়েদ আহমেদ রাসেল, আসিফ ইকবাল, শুভ সিকদার, শহিন হাওলাদার সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়াও স্বরূপকাঠিতে পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয় । পরে সেখানে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আসাদুজ্জামান খান, শ্যামল দত্ত, পৌর ছাত্রলীগের সহ সভাপতি রাশেদ জামিল, ও অনিক আশ্চার্য প্রমুখ। সভাশেষে কেক কাটা হয়। অপরদিক স্বরূপকাঠি সরকারি কলেজ চত্বর থেকে উপজেলা ছাত্রলীগের একটি র‌্যালি শুরু হয়ে ইন্দুরহাট মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি রনী দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক শরিফ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সজিব ও সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ ইমু প্রমুখ। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানে সম্পাপ্তি ঘটে।