নানা কর্মসূচীর মধ্যদিয়ে গৌরনদীতে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবদুল্লাহ আল নোমান ও রয়হান শাওন, সবুজবাংলা ডট কমঃ
বর্নাঢ্য র‌্যালীসহ নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া ও সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ এর নেতৃত্বে গতকাল সকাল সাড়ে ৮টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ৭০তম প্রতিষ্ঠা বার্খিকী পালনে ৭০ পাউন্ডের একটি বিশাল কেক কাটা হয়।
এর পর গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া ও সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান এর নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগের হাজারের অধিক নেতা,কর্মী ও সমর্থকের অংশগ্রহনে উপজেলা সদরে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যলী শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ সেখানে বক্তব্য রেখে দিবসের কর্মসূচী সমাপ্ত করেন। এর পর ছাত্রলীগ নেতৃবৃন্দগন বরিশাল বিভাগীয় শহরে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কর্মসূচীতে যোগদান করেন।