গৌরনদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গৌরনদী বরিশাল প্রতিনিধি
বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মঙ্গলবার বরিশালের গৌরনদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষায়ক কর্মকর্তা খালেদা খানম।
বক্তব্য রাখেন, শাহজিরা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান, বে-সরকারি সংস্থা বিডিএস’র সিনিয়র শাখা ব্যবস্থাপক এস.এম মেহেদী হাসান মনির, মাইনরিটি রাইটস ফোরাম গৌরনদী পৌর কমিটির নির্বাহী সদস্য বিনয় চন্দ্র ঋষি প্রমূখ।