পীরেরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে অাসন্ন ১২ জানুয়ারী ২০১৮ইং রোজ শুক্রবার পীরেরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উপলক্ষে বিভিন্ন পদে ২২ জন প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনারদের সাথে নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত বিভিন্ন দিক নির্দেশনামুলক মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল ১ জানুয়ারী সোমবার রাত ৮টার সময় পীরেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মো. তৈমুছ অালীর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনের সদস্য সচিব সাংবাদিক মো. জয়নাল অাবেদীনের পরিচালনায় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশন ফয়জুর রহমান ফজির, সহকারী নির্বাচন কমিশন তাহির অালী, সহকারী নির্বাচন কমিশন শিক্ষক অাব্দুল মালিক চৌধুরী শামীম।

এছাড়া উপস্থিত ছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী সভাপতি পদে মহরম অালী, তজমুল অালী, সহ-সভাপতি পদে জুনাব অালী, কুতুব অালী, অাব্দুছ ছবুর, অাব্দুর রহিম, সাধারন সম্পাদক পদে নাহিদুল ইসলাম সুয়েব, মো. রুহুল অামিন, সহ-সাধারন সম্পাদক পদে লেবু অাহমদ লেচু, জুবায়ের অাহমদ জুবেল, শাহাব উদ্দিন, কামরুল ইসলাম, অাতাউর রহমান, অর্থ সম্পাদক পদে মুজিব অাহমদ, জাহাঙ্গির হোসেন, সদস্য পদে রুমান মিয়া, ইউনুছ অাহমদ সুবল, অজিদ মালাকার, অাব্দুল কায়ুম, ময়না মিয়া, অানর অালী, অাব্দুল অালী।

বিশেষ দৃষ্টব্য: দপ্তর সম্পাদক পদে মনোয়ন জমা করেছিলেন দু’জন রহমান খান, অাহমদ অালী। মনোনয়ন রহমান প্রত্যাহার করায় অাহমদ অালীকে বিজয়ী ঘোষনা করা হয় হয়েছে।