আগৈলঝাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি পালন

0
(0)

জয় রায়,আগৈলঝাড়া প্রতিনিধিঃ
স্বাস্থ্য বিভাগে সফলতা অর্জনের মূল কারিগর স্বাস্থ্য সহকারীরা। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার বাস্তবায়নের দাবীতে সারা বাংলাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যদাসহ চার দফা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের হাসপাতালের সামনে কর্ম বিরতি পালন। জানা গেছে, গতকাল সোমবার সকালে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন আগৈলঝাড়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২১ জন স্বাস্থ্য সহকারীদের দাবী আদায়ের লক্ষ্যে হাসপাতালের সামনে স্বাস্থ্য সহকারী ও প্রধান সমন্বয়কারী আরিফ হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন মনির হোসেন জমদ্দার, সিঞ্চন বাড়ৈ, অমল অধিকারী, লক্ষন চন্দ্র পাল, কামরুল হাসান, রামানন্দ সরকার, দুলাল বিশ্বাস, গোবিন্দ চন্দ্র হালদার, মালা রানী পাত্র, রুফাইদা আক্তার, শিলাবতী বালা, জোসনা রানী, নুরুন নাহার আক্তার, তৃপ্তি রায়, শিলা বাগচী, ইউসুফ সরদার, কানিজ ফাতেমা, সেলিনা আক্তার, নীলকান্ত হালদার, শ্যামকান্ত সমদ্দার, জামাল হোসেন, কল্পনা রানী হালদার, রমা রানী ও বদরুন নেসা প্রমুখ। তাদের চার দফা দাবীর মধ্যে টেকনিক্যাল পদমর্যদাসহ বেতন স্কেল, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০%, প্রতি ছয় হাজার জনগোষ্টির জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ নিশ্চিত এবং দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে নিয়োগ এবং ১০% পোষ্য কোটা প্রবর্তন করে নিয়োগ দিতে হবে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.