গৌরনদীতে দুই ইউপি সদস্য ও তাদের সহযোগীদের মধ্যে সংঘর্ষে আহত ১০

গৌরনদী বরিশাল প্রতিনিধি
শনিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার ৩নং চাঁদশী ইউপির দুই সদস্য ও তাদের সমর্থককদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এস,এম লিটন ও ৫ নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান সুলভের মধ্যে একটি গ্রামীন সড়ক উন্নয়ন কাজের টাকার ভাগাবাগি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ নিয়ে উপজেলার চাঁদশী বাজারে বসে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সেখানে তাদের সমর্থকরা জড়ো হলে উভয়ের মধ্যে হামলা-পাল্টা হামরা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ওই বাজারের তিনটি দোকান ভাঙচুরসহ এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়। সংঘর্ষে দুই ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
অপর দিকে দোকান ভাংচুর ও ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে চাঁদশী বাজারের ব্যবসায়ীরা গতকাল রোববার সকালে বিক্ষোভ প্রদর্শন করে হামলাকারীদের বিচারের দাবিতে অ-নিদৃষ্ট কালের ধর্মঘট শুরু করে।
খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে ওইদিন দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।