জেরুজালেম নিয়ে মুসলিম বিশ্ব আপস করবে না : এরদোগান

0
(0)

আজিজুর রহমান স্টাফ রিপোর্টার//
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র জেরুজালেম শহরের বিরাট মূল্য রয়েছে এবং এ নিয়ে মুসলিম বিশ্ব আপস করবে না। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত ষোড়শ ইসলামী সার্কেল অব নর্থ আমেরিকা-মুসলিম আমেরিকান সোসাইটি কনভেনশনে দেয়া বক্তৃতায় এরদোগান আরো বলেন, জেরুজালেম হচ্ছে মুসলমানদের কাছে ‘রেড লাইন’। নৃতাত্ত্বি¡ক, সাম্প্রদায়িক কিংবা সাংস্কৃতিক পার্থক্যের মাধ্যমে মুসলমানদের মধ্যে কাউকে বিভাজন সৃষ্টির সুযোগ না দেয়ার জন্যও তিনি আহ্বান জানান। ২১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইল-মার্কিনবিরোধী প্রস্তাব পাসের প্রশংসা করে এরদোগান বলেন, ‘জেরুজালেমকে কেন্দ্র করে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে তা থেকে প্রমাণ হয়, আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। পাশাপাশি জাতিসংঘের ওই ভোটাভুটির মধ্য দিয়ে এ কথাও পরিষ্কার হয়েছে যে,এমন কিছু মূল্যবোধ রয়েছে যা অর্থ দিয়ে কেনা যায় না।’ এদিকে জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিনে বিক্ষোভ অব্যহাত রয়েছে। শুক্রবার গাজা সীমান্তে ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ও হাতবোমা ছুড়লে এর জবাবে ইসরাইলি সেনারা তাদের দিকে গুলি চালায়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.