গৌরনদী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন খোন্দকার মনির সভাপতি, এম,আলম সম্পাদক

লুৎফর রহমান দ্বীপ গৌরনদী ,বরিশাল
দীর্ঘ ৩৬ বছরের বর্নাঢ্য ঐতিহ্যের ধারক, বরিশালের গৌরনদী প্রেসক্লাবের ২০১৮ সালের বার্ষিক সাধারন সভা ও কার্যকরী পরিষদের নির্বাচন রোববার সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে খোন্দকার মনিরুজ্জামান মনির (দৈনিক সমকাল) সভাপতি ও এম, আলম (দৈনিক মানবজমিন) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। জানাগেছে, গত ২৭ ডিসেম্বর ছিল ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। এর আগের দিন ২৬ ডিসেম্বর দুপুরে সভাপতি পদে দু’জন প্রতিদ্বন্দি প্রার্থীর একজন মোঃ গিয়াসউদ্দিন মিয়া ও সাধারন সম্পাদক পদে দু’জন প্রতিদ্বন্দি প্রার্থীর একজন মোঃ বদরুজ্জামান খান সবুজ তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে সভাপতি পদে খোন্দকার মনিরুজ্জামান মনির ও সাধারন সম্পাদক পদে এম, আলম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর রোববার ছিল গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন। এ কারনে নির্বাচন কমিশনার জনাব অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন আনুষ্ঠানিক ভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেননি। রোববার সকাল ১০টায় গৌরনদী প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মোঃ আহছান উল্ল¬াহ্’র সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভার শুরুতে বিদায়ী সাধারন সম্পাদক এস,এম জুলফিকার গত বছরের আয়-ব্যায়ের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।বিকেলে নির্বাচন কমিশনার অধ্যাপক আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন আনুষ্ঠানিক ভাবে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নব নির্বাচিত কার্যকরী কমিটির অপর কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি এইচ, এম নাসির উদ্দিন (দৈনিক সংগ্রাম), কোষাধ্যক্ষ সম্পাদক আমিন মোল্লা (দৈনিক মতবাদ), দপ্তর সম্পাদক আমিনা আকতার সোমা (দৈনিক দিনকাল)।