পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শফিউল হক মিঠু (দৈনিক জনকন্ঠ) সভাপতি এবং ফসিউল ইসলাম বাচ্চু (চ্যানেল আই) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব কার্য নির্বাহী পরিষদের ১৭ পদের নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন- সহ-সভাপতি খালিদ আবু (দৈনিক আমাদের সময়) ও শিরিনা আফরোজ (একুশে টিভি ও কালের কণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক হাসান মামুন (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বৈশাখী টিভি), সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অভিজিৎ মন্ডল (৭১ টিভি), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক তামিম সরদার (ইনডেপেনডেন্ট টিভি) দপ্তর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু (পিরোজপুরের কথা)। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মাহামুদ হোসেন (বাংলাদেশ বেতার ও ইউএনবি), গৌতম চৌধুরী (বাসস), মুনিরুজ্জামান নাসিম আলী (দৈনিক ইত্তেফাক), এস এম পারভেজ (বিটিভি ও যুগান্তর), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), এ কে আজাদ (দৈনিক সংবাদ), জহিরুল হক টিটু (দৈনিক যায় যায় দিন), ওয়াহিদ হাসান বাবু (পিরোজপুরের খবর)। এর আগে সকাল ১০ টায় ক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুর উত্থাপিত বার্ষিক প্রতিবেদনসহ কোষাধ্যক্ষের আয়-ব্যয়ের হিসাব ও বাজেট অনুমোদিত হয়।