কানিহাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মটর সাইকেল দিয়ে আনন্দ র্যালী

জয়নাল আবেদীন, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের ‘গেট টু গেদার’ উদযাপন উপলক্ষে কানিহাটি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের অংশ গ্রহনে মটর সাইকেল দিয়ে এক বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ডিসেম্বর) শুক্রবার বিকাল চারটায় কানিহাটি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে মটর সাইকেল র্যালীটি নছিরগঞ্জ, পীরেরবাজার, শরিসতলা, কটারকোনা হয়ে পাইকপাড়া এসে র্যালীটি শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ৯৩ ব্যাচের ছাত্র পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সচিব উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির এর সভাপতিত্বে এবং হারুনুর রসিদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন, করামত আলী, দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, আহরারুজ্জামান, শওকত আলী, শরাজ ট্রাক্টর কোম্পানীর সিলেটের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মনসুর আলী, গাজী জাবের আহমদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী জুবের, মাজহারুল ইসলাম, ডাক্তার পিন্ট দেবনাথ, মো. শাহিন আহমদ, মো. জাকির আহমদ, মো, আহমদ আলী, মো, মুজিবুর রহমান, মো, বায়েছ মিয়া, আজমত উল্যা, অনন্ত সূত্রধর, গোপাল সূত্রধর প্রমুখ।
এছাড়াও মটর সাইকেল র্যালীতে অংশ গ্রহন করছেন, খালেদুজ্জান পারবেজ, রুমান আহমদ, আব্দুল কদ্দুছ, রিপন আহমদ, নাহিদুল ইসলাম সুয়েব, শিমুল আহম, আদনান আহমদ, ফখরুল ইসলাম শাকিল, সুলেমান মিয়াসহ প্রায় এক শত মটর সাইকেলে ২শত প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন।