স্বরূপকাঠিতে চাচা ভাতিজা নিহতের ঘটনার মূল হোতা গ্রেফতার

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠিতে ইদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাদে জড়িয়ে চাচা ভাতিজা নিহতের ঘটনার মূল হোতা আব্দুস সত্তারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে পিরোজপুর কোর্টে প্রেরন করা হয়েছে। এর পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এসআই সঞ্জিব পাহলান ও এএসআই আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশ সোমবার বিকেলে তাকে নাজিরপুর উপজেলার বিলডুমুরিয়া এলাকা থেকে গ্রেফতার করেন।২১ ডিসেম্বর উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের ইয়াকুব আলীর ছেলে রেজাউল (৩৫) ও নান্না মিয়ার ছেলে ফরিদ (১২) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ওই এলাকার সত্তার মিয়ার জমিতে মাছ শিকার করতে যায়। সত্তার মিয়া ইদুর মারার লক্ষে ঐ জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। সেই সংযোগের তারে জড়িয়ে রেজাউল ও ফরিদ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ২৪ ডিসেম্বর নিহত রেজাউলের পিতা মো. ইয়াকুব আলী বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সত্তারকে গ্রেফতার করে।