ভারত-চিনকে অবিলম্বে আলোচনার পরামর্শ আমেরিকার

এস এম রহমান হান্নান স্টাফ রিপোর্টার
সীমান্ত অঞ্চল ডোকালা নিয়ে ভারত ও চিনের মধ্যে উদ্বেগের সম্পর্ক মেটাতে আলোচনা করার পরামর্শ দিল আমেরিকা। কোনও রকম জোরপূর্বক বিষয় না রেখেই ভারত ও চিনকে আলোচনায় বসা প্রয়োজন বলে স্পষ্ট জানিয়ে দিলেন আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র গ্যারি রোস।
ব্রিকসের বৈঠকে যোগ দিতে চলতি মাসেই বেজিং যাবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ওই সফরে চিনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ডোকালা সংক্রান্ত বিবাদ নিয়ে আলোচনা করতে পারেন অজিত ডোভাল।