হাজীপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী

কমলগঞ্জ প্রতিনিধি
বর্ণিল আয়োজনে শেষ হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে ঐশী এন্টারপ্রাইজ এর আয়োজনে ইউনিয়ন বাজার ব্যাডমিন্টন টুর্ণামেন্টের। রবিবার রাত সাড়ে ৮টায় সমাপনীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে হাজীপুর ইউনিয়নের পাশে। ঘন্টাখানেক ধরে চলে সমাপনী অনুষ্ঠান যার প্রতিটি মুহুর্ত ছিল আনন্দের।
রাত ৮টায় রনি এন্ড ক্রীড়া চক্র বনাম জয়নাল ব্রাদ্রার্স জয়ের লক্ষ্যে মাঠে নামে। উত্তেজনাপূর্ণ এ খেলায় মাঠ ভর্তি দর্শকরাও নিজ নিজ দলকে সমর্থন জানিয়ে করতালিতে মুখরিত করে তোলে। প্রথসে খেলায় জয়নাল ব্রাদ্রার্সকে বসিয়ে জয় ছিনিয়ে নেয় রনি এন্ড ক্রীড়া চক্রকে খেলোয়াড়রা।
খেলা শেষে বিজয়ী দলের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে ও খেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ইলিয়াছ আমীর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রপি তুলে দেন হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুর রউফ, আমির আলী, হাজী আব্দুর রহিম, দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, মোতাহের মেমোরিয়াল কেজি স্কুলের প্রিন্সিপাল আব্দুল মুহিত, খেলা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা আব্দুল ওয়াহিদ মনা, লালনুর রহমান।
এছাড়া উপস্তিত ছিলেন, আকমল আলী, মাস্টার শহিদ, ইসরাইল আলী, আলাল শাহ, মো. জুবের, ইমরান আমির আলী, তানভীর আহমদ সুজেল, মো, জুনেদ, জয়নাল আবেদীন, রায়হান, সুজেল। মাঠ পরিচালনা কমিটির প্রধান রেফারি আলাল শাহ, জাহান, কাশেম, নাঈম, সুজেল, ছলমান প্রমুখ। সার্বিক দায়িত্ব পালন করেন টুর্ণামেন্ট ফাইনাল খেলার পরিচালনা উপ কমিটির আহবায়ক ইলিয়াছ আমির আলী। চ্যাম্পিয়ন দলকে আকর্ষনীয় ট্রফি ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।