স্বরূপকাঠিতে ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠিতে ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাষক অধ্যক্ষ মো. শাহ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মসূচির উদ্বোধন করেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালের ডা, আশিক দত্ত, ডা. সোহাগ হোসেন ও ডা. মনোয়ার হোসেন দিনব্যাপি উপজেলার প্রায় তিন শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। আজ রোববার সকালে মরহুম ডা. শামসুল হুদার জগন্নাথকাঠির বাড়িতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক রেবেকা সুলতানা। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুস সালাম সিকদার, মো. আতিকুল্লাহ, পৌর কাউন্সিলর মো. জাহিদ হোসেন বিপ্লব, বরিশাল কোতয়ালি থানার এস আই মো. জসিম উদ্দিন প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রস্তাবিত ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা মেডিকেল হাসপাতালের স্থান পরিদর্শন করেন।