এবার বিশ্ববিদ্যালয়েও কন্যাশ্রী

এস এম রহমান হান্নান স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক স্বীকৃতি মেলার পর এবার কন্যাশ্রী প্রকল্পের বিস্তার আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এখন থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রী পা রাখলেই মাসের শেষে কন্যাশ্রী প্রকল্পে দুই থেকে আড়াই হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। শুক্রবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কন্যাশ্রীর আন্তর্জাতিক সাফল্য উদযাপন অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে তিনি মেয়েদের সামনে উচ্চশিক্ষার দরজা খুলে দিতে চাইছেন বলে জানান তিনি। সরকারি সূত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রীর সুবিধা পেতে হলে স্নাতকে ৪৫ শতাংশ নম্বর ও স্নাতকোত্তরে ভরতি হতে হবে।