বিজয় দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে আওয়ামীলীগের সমাবেশ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠির গুয়ারেখায় মহান বিজয় দিবস উপলক্ষে এক সমাশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাটনাতলা ইএসপি ইনিষ্টিটিউশন মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো.হাবিবুর রহমান মালেক, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. শাহজাহান তালুকদার,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হাসান গাজী,এ্যাডভোকেট মোস্তফা কামাল,আওয়ামীলীগ নেতা সরদার মতিউর রহমান, গৌতম রায় চৌধুরী, শেখ মো. ফিরোজ, স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ফুয়াদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.জাহিদ হোসেন আওয়ামীলীগ নেতা শৈলেন্দ্র নাথ হালদার, মো.শরীফ আহমেদ, চান মিয়া মাঝি, যুবলীগ নেতা মো. তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সানাউল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রনি দত্ত প্রমুখ।