স্বরূপকাঠিতে বিদ্যুৎ স্পৃষ্ঠে চাচা ভাতিজার মৃত্যু

হযরত আলী হিরু পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুৎ স্পৃষ্ঠে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো মো. রেজাউল (৩৫) ও মো. ফরিদ (১২)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার বলদিয়া গ্রামে। ওই এলাকার ইউপি সদস্য মো. সোহেল জানায় ঐ দিন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ওই এলাকার সত্তার মিয়ার বাড়ির পাশে জমিতে রেজাউল ও ফরিদ মাছ শিকার করতে যায়। সত্তার মিয়া ইদুর মারার লক্ষে ঐ জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। ঘটনার রাতে রেজাউল ও ফরিদ ঐ জমিতে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তে পিরোজপুর মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেজাউল ঐ ্গ্রামের মো. ইয়াকুব আলীর এবং ফরিদ মো. নান্না মিয়ার ছেলে।