কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল ঘি তৈরীর দায়ে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ভেজাল ঘি সহ লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী ধ্বংস করা হয়।২০ ডিসেম্বও সন্ধ্যা সাড়ে ৬টায় শমশেরনগর বাজারের ভাদাইর দেউল এলাকার শাহী ফুড প্রডাক্টস-এ নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতেৃত্বে অভিযান করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাদাইর দেউল এলাকার ইলিয়াছ মিয়ার মালিকানাধীন শাহী ফুড প্রডাক্টস-এ নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ অভিযানে সহায়তায় ছিল শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক অরুপ কুমার চৌধুরী ও উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল।
অভিযানকালে শাহী ফুড প্রডাক্টস-এর কারাখানা থেকে বিপুল পরিমাণের ভেজাল গাওয়া ঘি ও ঘি তৈরীর সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত প্রায় লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভেজাল ঘি তৈরীর দায়ে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ধারায় নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী পরিচালিত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকে ভেজাল ঘি তৈরীর দায়ে জরিমানাসহ লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী ধ্বংসের সত্যতা নিশ্চিত করেন।