কানিহাটি উচ্চ বিদদ্যালয়ের গেট টু গেদার উপলক্ষে অানন্দ রালী

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরের ঐতিয্যবাহী কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রক্তন ছাত্র ছাত্রীর সম্মিলিত গেট টু গেদার অায়োজন উপলক্ষে এক অানন্দ রালী অনুষ্ঠিত হয়েছে।
অানন্দ রালীতে অংশ গ্রহন করেন ৯৩ ব্যাচের ছাত্র পল্লী বিদ্যুৎ এর পরিচালক মাহমুদুর রহমান কবির, শরাজ ট্রাক্টর কোম্পনীর সিলেট রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মনসুর অালী, গাজী জাবের অাহমদ, শিক্ষক শহীন অাহমদ, শিক্ষক অাব্দুল অাজিজ, ড.নূরুল হক, হারুনুর রসিদ, অাব্দুল ওয়াদুদ চৌধুরী জুবের, মাজহারুল ইসলাম, অাজমত অালী, জাহিদ মিয়া, অনন্ত সুত্রধর, কবির অাহমদ, সনাহর অালী প্রমুখ। রেলী শেষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।