ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এহসানুল হক মন্টু (২৯) ৭৪ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ৯টার দিকে পৌরশহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এহসানুল হক মন্টুর বাড়ি উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে। মন্টু মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন জানান, পুলিশের মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। ওই অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এহসানুল হককে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাসি চালিয়ে ৭৪পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।