কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। গতকাল (১৮ ডিসেম্বর)সমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াই টায় পর্যন্ত ‘ বি.এন.এস.বি’ মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে প্রায় ৮শত রোগিকে এ সেবা প্রদান করা হয়েছে।
সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু সভাপতিত্বে ও মনসুর খানের পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, পতনউষার ইউপি চেয়ারম্যান তহফিক আহমদ বাবু। এছাড়া উপস্থিত ছিলেন, মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. ছাদিয়া খানম, ডা. মোজাহের আলী, আনোয়ার খান, হাজী সুলেমান আহমদ, আবুল বাসার জিল্লুর, মাহেদুল ইসলাম, আব্দুল মোমিন, জুয়েল আহমদ, শাকের হোসেন জয় প্রমুখ। উলেখ্যঃ ৮শত রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ৫০জন ছানিপড়া রোগির অপরেশনে ব্যবস্থা করা হবে।