স্বরূপকাঠিতে মহান বিজয় দিবস উদযাপিত

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি
নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। আজ শনিবার সকালে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের নেতৃত্বে স্বরূপকাঠি সরকারি কলেজ চত্বর থেকে এক বর্নঢ্য র্যালি শুরু হয়ে ইন্দুরহাট মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এ্যড. মোস্তফা কামাল, সাবেক ইউপি সদস্য আব্দুল হক, আওয়ামীলীগ নেতা সালাম রেজা, রুহুল বাহাদুর প্রমুখ। উপজেলা সদরে আওয়ামীলীগের কার্যালয় থেকে এক র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম সিকদার, কাজী সাইফুদ্দিন তৈমুর, ইউপি চেয়ারম্যান আল আমিন পারভেজ প্রমুখ। এছাড়া স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা, কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও আবু সাঈদের সভাপেিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান লাভলু আহম্মেদ, ওসি মো. মুনিরুল ইসলাম, এসিল্যান্ড মো. কাওসার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুজকাওয়াজ ও নাচ গান পরিবেশন করে। এর পূর্বে রাত ১২ টা ১ মিনিটে নেতৃবৃন্দ উপজেলা স্মৃতিস্তম্বে ও বরছাকাঠি বদ্ধ ভূমিতে পুষ্পার্ঘ অর্পন করেন।