বদলী ওসির বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীর নানা অভিযোগ

0
(0)

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা থেকে সম্প্রতি বদলি হওয়া ওসি মো. বদরুল হাসান এর বিরুদ্ধে অনিয়ম, হয়রানি ও নির্যাতন সহ নানা অভিযোগ তোলেছেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম।শুক্রবার বিকালে নিজ বাড়িতে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ওসি বদলী হওয়ায় তিনি শুকরিয়া আদায় করে আলীনগর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী এই অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওসি বদরুল হাসান।

অভিযোগকারী যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম বলেন, আমি এলাকায় শিক্ষাবিস্তারে কামুদপুর উচ্চ বিদ্যালয়, কামুদপুর জামে মসজিদ, এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠা করেছি। সম্পর্ক ভাল থাকা অবস্থায় ওসি বদরুল হাসান আমার বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন। এ সুবাদে আমার কাছ থেকে সময়ে সময়ে টাকা নিয়েছেন। এমনকি সাবেক প্রধান বিচারপতির বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের নাম করেও ২৫ হাজার টাকা নিয়েছেন। পরে একসময় নগদ ২ লাখ টাকা দাবী করলে টাকা না দেওয়ায় ওসি বদরুলের সাথে সম্পর্কের অবনতি ঘটে। তিনি আরও বলেন, ২০১৬ সালের ৩১ জুলাই থানার দুই এসআইকে পাঠিয়ে আমাকে থানায় ডেকে নিয়ে গ্রেফতার করেন। গ্রেফতারের কারণ জানতে চাইলে কোন জবাব দেননি। পরে জানান যায় ২০১৫ সালের একটি পুলিশ এসল্ট মামলায় (পেন্ডিং মামলা-৯ তারিখ ১৪/১১/২০১৫) গ্রেফতার করা হয়। পরে আমি ১৩ দিন কারাভোগ করে জামিনে মুক্তি লাভ করি।

প্রবাসী নজরুল অভিযোগ করে আরও বলেন, মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে তিনি ৯নং ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছাত্র শিবিরের সম্পাদক। অথচ তিনি ৬নং আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া আরও বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করারও হুমকি দিয়েছিলেন ওসি বদরুল। এসব ঘটনার উল্লেখ করে আমি পুলিশ মহা পরিদর্শক, সিলেটের ডিআইজিসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে জোর তদন্ত শুরু হলে আপোশ রফা করার চাপ সৃষ্টি করেন ওসি বদরুল। তাতে রাজি না হওয়ায় আবার ক্রস ফায়ারে নিয়ে হত্যারও হুমিক দেওয়া হয়।

সম্প্রতি ওসি বদরুল হাসান বদলী হওয়ায় গত ১১ ডিসেম্বর কমলগঞ্জ থানায় নতুন ওসি যোগদান করায় গত শুক্রবার নিজ বাড়িতে তিনি শুকরিয়া আদায় করে দোয়ার মাহফিলের আয়োজন করেন। এ সময়ে মতবিনিময় সভায় ওসি বদরুল হাসানের অপকর্মের কথা উপস্থিত সাংবাদিক ও গ্রামবাসীর কাছে তুলে ধরেন। প্রবাসী নজরুল ইসলাম আরও বলেন, একজন ভিভিআইপির প্রভাবে ওসি বদরুল এতই ক্ষমতাবান ছিলেন যে, তার অরপরাধ সম্পর্কে খুলে কেউ কথা বলারও সাহস পেত না।
অভিযোগ বিষয়ে সিলেটে অবস্থানরত ওসি মো: বদরুল হাসান অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন দাবী করে বলেন, ওসি হিসাবে কমলগঞ্জে চাকুরী করার কারণে এই প্রবাসীর সাথে তার পরিচয়। আর প্রবাসীর উপর মামলা হওয়ায় তদন্ত ও তার বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করায় বদলীর পর এখন নতুন করে অভিযোগ তুলছেন প্রবাসী।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.