বিজয় দিবস পালন উপলক্ষে গৌরনদী বিএনপির প্রস্তুতি সভা

গৌরনদী (বরিশাল) সংবাদদাতাঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরিশালে গৌরনদী উপজেলা বিএনপি নেতাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থনে আজ দুপুরে সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম মনজুর হোসেন মিলনের বরিশাল শহরের বাসায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি এসএম মনজুর হোসেন মিলন।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা সহসভাপতি আঃ মান্নান খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ফকির, উপজেলা এনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন বাবুল, বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম খান, সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ রব, চাঁদশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ হোসেন, গৌরনদী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিক চৌকিদার প্রমুখ। সভাপতির বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যের সাথে মহান বিজয় দিবস উদযাপনে কাজ করার আহবান জানান।