ছারছীনায় মরহুম মেঝ পীরের তিন ছেলের বাসভবনে দূর্ধর্ষ চুরি

0
(0)

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের মরহুম মেঝ পীর শাহ মো. সিদ্দিক (রঃ) এর তিন ছেলের বাসায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা বুধবার দিবাগত রাতে বাসা তিনটিতে ব্যাপক ভাংচুর চালায়। এ ব্যাপারে ছারছীনা গ্রামের মো. আবু নাঈম জানান, হুজুরেরা তিন ভাই ও তাদের পরিবারের লোকজন বাড়িতে না থাকায় তিনি তাদের বাগানের গাছের ফল দেখাশুনা করেন। প্রতিদিনের ন্যয় বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২ টার দিকে নাঈম ওই বাড়ির গাছ দেখতে গেলে তিনি মরহুম মেঝ হুজুরের ছোট ছেলে শাহ মো. আরিফ বিল্লাহর বাসার প্রধান দরজাটি ভাঙ্গা দেখতে পান এসময় তিনি ওই দরজা দিয়ে তাকিয়ে দেখেন ভিতরে আসবাপত্রগুলি ভেঙ্গে চুড়ে এলোমেলো ভাবে ফেলা রয়েছে। তাৎক্ষনিক তিনি বিষয়টি বড় হুজুর শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকীকে জানালে তিনি থানায় বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ কাউখালী সার্কেল) কাজী শাহনেওয়াজ ও ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সরজমিনে দেখা যায় চোরেরা কাঠের মই দিয়ে মেঝ হুজুর শাহ মো. মোস্তাকিম বিল্লাহর বাসার কাছের দেয়াল টপকে ভিতরে ঢুকে গেট ও দরজা লোহার শাবল ও ব্লেড দিয়ে ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপরে তারা একে একে তিনটি বাসায় ব্যাপক ভাংচুর চালায়। এসময় চোরেরা বড় হুজুরের বাসায় থাকা কম্পিউটারের হার্ডডিক্সটি খুলে নিয়ে যায় এবং মেঝেতে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে রাখে। এ ব্যাপারে বড় হুজুর শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী মোবাইলে জানান, আমরা তিন ভাই ধর্মীয় প্রচারে ঢাকায় আছি। চোরেরা চুরি করলে কম্পিউটার নিয়ে যাবে কিন্তু তারা কেন শুধু হার্ডডিক্স নিবে। আমার মনে হয় আমাদের শত্রপক্ষ পরিকল্পিতভারে আমাদের মূল্যবান দলিল এবং তথ্যাদি নেয়ার জন্যই বাসায় ভাংচুর চালিয়েছে । বিষয়টি নিয়ে সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ কাউখালী সার্কেল) কাজী শাহনেওয়াজ বলেন, বিষয়টি অতি গুরত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যেহেতু হুজুরেরা তিন ভাইয়ের কেহই বাড়িতে নেই তাই এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আমার কোন ধরনের অভিযোগ পাইনি এবং ক্ষতির পরিমান জানানো সম্ভব হচ্ছে না।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.