আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

জয় রায়, আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএইচএএফপিও ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। বিশেষ অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল। সভায় ইপিআই কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ২৩ ডিসেম্বর উপজেলার নিয়মিত ১২০টি কেন্দ্র ও ৮টি অতিরিক্ত কেন্দ্রসহ মোট ১২৮টি কেন্দ্রে ২৫৬জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৬০২ জন শিশুকে নীল ভিটামিন-এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৫৩৪০ জন জন শিশুকে লাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।