কমলগঞ্জে মদসহ এক যুবক আটক

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদ সহ এক যুবককে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী ইসালামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুরমা চা বাগানের চা শ্রমিক মন্ডল ছত্রীর ছেলে বাপন ছত্রী (১৮) কে ভারতীয় নিষিদ্ধ ইম্পেরিয়াল ব¬ু উইসকি ৪ বোতল ও ম্যাগডুয়েলস রাম ৬ বোতল সহ ১০ বোতল ভারতীয় মদ স্কুল ব্যাগে বহনকালে রাজকান্দি এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে এএস আই মোঃ তাফাজ্জুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ বহন করার অপরাধে বাপন ছত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আটককৃত ভারতীয় মদের বাজার মুল্য অনুমানিক ৪ হাজার টাকা হবে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন বলেন, ভারতীয় নিষিদ্ধ ১০ বোতল মদ সহ বাপন ছত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাপন ছত্রীকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।