স্বরূপকাঠিতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে।মঙ্গগলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্নাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একউ স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদার, সমাজসেবা অফিসার ইব্্রাহিম খলিল, উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার, মহিলা বিষয়ক অফিসার নুসরাৎ জাহান, সমবায় অফিসার মো. হাফিজুর রহমান ও যুব উন্নয়ন অফিসার জাহিদ হোসেন প্রমুখ।