কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের দীর্ঘ ১২ বছর পর সম্মেলন অনুষ্টিত হয়। সোমবার বিকাল সাড়ে ৪টায় মুন্সিবাজার ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।

মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জাহেদুল হক ও আবুল কালামের যৌথ পরিচালায় প্রধান অতিথি ছিলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সিদ্দেক আলী, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী, মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুল ও শায়েক আহমেদ।