গৌরনদীতে কারিতাসের অংশীদারিত্বমূলক কর্মশালা

মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রতিনিধি
প্রবীন ও প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে সোমবার বরিশালের গৌরনদীতে বে-সরকারী সংন্থা কারিতাস বাংলাদেশের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সামাজিক নেতৃবৃন্দদের নিয়ে অংশীদারিত্বমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কারিতাসের প্রবীন হিতৈষী ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ’র সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী, ইউপি সদস্য মিজানুর রহমান, কারিতাস বরিশাল অঞ্চলের মাঠ কর্মকর্তা পিউস অলড্রিন গনসালভেজ, সুনীল চন্দ্র মল্লিক প্রমুখ।