আগৈলঝাড়ায় নিহত শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রামবাসীর সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় গাছ চাঁপায় নিহত শ্রমিকের লাশ পুলিশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য পাঠাতে চাইলে গ্রামবাসীর সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজ্জাক মোল্লা ও উপজেলা ভাইচ চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের ছাত্তার জমাদ্দারের ছেলে করাতকল শ্রমিক জাকির জমাদ্দার প্রতিদিনের ন্যায় গতকাল রোববার সকালে গৈলা বাজার সংলগ্ন মদিনা স-মিলে কাজ করছিল। এসময় ট্রলিতে করে মিলে গাছ নেয়ার সময় ট্রলি উল্টে জাকিরের গায়ে পরে গুরুতর আহত হয়। জাকিরের সহকর্মীরা মুর্মুষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত ডা. আলতাফ হোসেন জাকিরকে মৃত ঘোষণা করেন। মৃতর লাশ পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজন বাড়ি নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে জাকিরের লাশ আনার জন্য তার গ্রামের বাড়ি উপজেলার উত্তর শিহিপাশা গেলে নিহত জাকিরের পরিবার ও এলাকাবাসী লাশ না দেয়ার কথা বলে। এ নিয়ে পুলিশের সাথে এলাকাবাসীর উতপ্ত বাকবিতন্ডা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য বাশি বাজিয়ে এলাকাবাসীকে ধাওয়া করে। এলাকাবাসীও পাল্টা ধাওয়া দেয়। এর পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাজ্জাক মোল্লা ও উপজেলা ভাইচ চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাজ্জাক মোল্লা এলাকাবাসীর সাথে পুলিশের ধাওয়ার ঘটনা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই পরিবার মামলা করবে না মর্মে লিখিত দেয়ায় লাশ দাফন করা হবে।