স্বরূপকাঠিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

হযরত আলী হিরু পিরোজপুর প্রতিনিধি
র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে ওই দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এক দূর্নীতি বিরোধী র্যালি শুরু“ হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির, এসিল্যান্ড কাওসার হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুর, সম্পাদক মো. মহিবুল্লাহ, সহ সভাপতি নিরঞ্জন হালদার, সদস্য নির্মল চন্দ্র সেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রমুখ।