স্বরূপকাঠিতে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

হযরত আলী হিরু পিরোজপুর প্রতিনিধি
বিদেশে অস্ত্র পাচার, গ্রেনেট হামলা, ও এতিমদের টাকা আত্মসাতের মামলার আসামী ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে সারাদেশের ন্যায় পিরোজপুরের স্বরূপকাঠিতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। আজ শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি রনী দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সজিব, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাজিব বেপারী ও রিফাত প্রমুখ।