কমলগঞ্জে গাছ পাচারকারীর হাতে সামাজিক বনায়নের সদস্য নিহত

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে সামাজিক বনায়নের গাছ পাচারকারীর হাতে সামাজিক বনায়ন সমিতির এক সদস্য নিহত। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আদমপুর ইউনিয়নের কাউয়ার গলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউয়ার গলা গ্রামের সামাজিক বনায়নের একটি বাগানে ঢুকে একদল গাছ চোর গাছ কাটছিল। গাছ কাটার আওয়াজ শুনে মৃত লাল মিয়ার ছেলে সামাজিক বনায়ন সমিতির সদস্য সুরুজ আলী দৌড়ে এসে বাঁধা দিচ্ছিলেন। এসময় গাছচোর চক্র হাতে রাখা ধারালো দা দিয়ে এলো পাতাড়িভাবে কূপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর গাছ চোর চক্র পালিয়ে গেলে গ্রামবাসীরা এসে সুরুজ আলীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক ডা: তোফায়েল আহমদ তাকে মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ থানার এসআই চম্পক ধাম সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এখন ঘটনাস্থরে যাচ্ছে। সরেজমিন তদন্ত ছাড়া বলা যাবে না আসলে সুরুজ আলী কিভাবে খুন হলেন।