স্বরূপকাঠিতে মর্ডান রান্নাঘর মেলার উদ্বোধন

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে এসএমসি’র উদ্যোগে দুই দিন ব্যাপি মর্ডান রান্নাঘর মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন পৌর মেয়র মো. গোলাম কবির । পরে এসএমসি’র উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির, কাউন্সিলর রতন দত্ত, এমএনএম’র কো-অর্ডিনেটর আঞ্জুমান সজিব, নতুন দিনের ফিল্ড সুপার ভাইজার মো. মনির হোসেন, ও এসএমসি’র ইউনিয়ন বিসিসি ফ্যাসিলেটেটর কুসুম আক্তার ও রিতা রানী রায় প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। মেলায় বসুন্ধরা, ওমেরা, টোটাল গ্যাস, ভেনাস, হট ব্যাগ, লাজ্রার গ্রীন এনার্জি, সূর্য চুলা, শক্তি চুলা, অগ্নিশিখা, মুসপানা ও লাবস এর বিভিন্ন গ্যাস ও চুলার ১২ টি ষ্টল স্থান পেয়েছে।