স্বরূপকাঠিতে বাল্যবিবাহ নিরোধকল্পে মতবিনিময় সভা

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোহাগদল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠির ইউএনও আবু সাঈদ। সোহাগদল ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাল্য বিবাহের কুফল ও বাল্যবিবাহ নিরোধকল্পে বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন ইউএনও আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান, সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান গাউস মিয়া, জেরা যুবলীগের সহ সভাপতি হুমায়ুন কবির, অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ফজলুল হক, মো. মাহমুদুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, বিবাহের কাজীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পূর্বে মঙ্গলবার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে অনুরূপ একটি সভা করা হয়।