আগৈলঝাড়ার দৃষ্টি প্রতিবন্ধী বাবুলের সফলতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানা স্মারকে পুরস্কৃত

আগৈলঝাড়া প্রতিনিধি॥
প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়, সম্পদ। প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হলে তারাও দেশের সকল উন্নয়নে অংশিদার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আগৈলঝাড়ার দৃষ্টি প্রতিবন্ধী বদিউল আলম বাবুল তার অনন্য উদাহরণ।
রবিবার ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আগৈলঝাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর নির্বাহী পরিচালক ও জাতীয় প্রতিবন্ধীদের সংগঠন ন্যাডপো’র মহাসচিব বদিউল আলম বাবুল সফল প্রতিবন্ধী হিসেবে মনোনীত হয়ে ক্রেস্ট ও সম্মাননা স্মারকে পুরস্কৃত হয়েছেন। সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গিকার নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন এমপি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো. জিল¬ার রহমান, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার্থী তাহমিনা আক্তার তনু। দৃষ্টি প্রতিবন্ধী বাবুল আগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের কোষাধ্যক্ষ, বারপাইকা আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দ্বায়িত্ব পালনসহ বিভিন্ন সমাজ সেবামুলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।