স্বরূপকাঠিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষনের উদ্বোধন

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসুচির প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মসূচির উদ্বোধন করেন। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় ইউএনও আবু সাঈদ সভাপতিত্ব করেন। এসময় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মো. গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. ্ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ ও সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান এম কে সবুর প্রমুখ। স্বরূপকাঠি উপজেলায় তিনটি ধাপে ২৩ শত ৮৯ জনকে ৪টি ভেনুতে প্রশিক্ষন দেয়া হবে।