লাউয়াছড়ায় নান্দনিক গেইটের উদ্বোধন

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দক্ষিন এশিয়ার অন্যতম রেইন ফরেষ্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের মনোমুগ্ধকর ও আকর্ষনীয় করে তুলতে নিমির্ত হলো প্রাকৃতিক বৈচিত্র্যময় নান্দনিক ফটক। দৃষ্টিনন্দন আর আধুনিকতার রূপ নিয়ে লাউয়াছড়ার মুল প্রবেশ মুখে বনের প্রাণী সম্বলিত “শতাব্দীর স্মারক” নামে প্রধান ফটকের শুভ উদ্বোধন করা হয়। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টায় আনুষ্টানিকভাবে নির্মিত প্রধান ফটকের “শতাব্দীর স্মারক” গেইটটি ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মিহির কুমার দো, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী) তবিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দেক আলী, ইউপি চেয়ারম্যান আব্দুর হান্নান, সিএমসির সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
বনবিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটির অর্থায়নে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে শতাব্দীর স্মারক গেইটটি নির্মিত হয়।