মঠবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুকুরে ডুবে আবদুল্লাহ (৪) ও আয়শা (৩) নামে দুই শিশু মারা গেছে। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবদুল্লাহ উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের এমাদুল হকের ছেলে ও আয়শা একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে আবদুল্লাহ ও আয়শা বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় সকলের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে লোকজন খোঁজাখুঁজির পর তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।