শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা উপকরণ প্রদান

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা বিস্তারে অবদানে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হককে আদমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাজ্জাদুল হক স্বপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। সংবর্ধিত কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সিদ্দেক আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, সাংবাদিক সম্পাদক শাহিন আহমেদ ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে এম, এ, ওহাব উচ্চবিদ্যালয় ও তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের ১১ জন ছাত্রীকে এলজিএসপির অর্থায়নে বাইসাইকেল ও শতাধিক প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, খাতা কলমসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়।