কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ নিহত ৪

সাইফুর রহমান শাকিল
কক্সবাজারে দুটি পৃথক পাহাড় ধসে দুই শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (২৪ জুলাই) গভীর রাতে জেলা শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সায়মা (৫), জিহান (৭), মোহাম্মদ শাহেদ (১৮) ও সাদ্দাম হোসেন (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রামুর চেইন্দা এলাকায় পাহাড় ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামের ২ শিশু নিহত হয়েছে। মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা জিয়াউর রহমান (৩৫) ও মা আনার কলিকে (২৯) জীবিত উদ্ধার করা হয়েছে।
অপরদিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় অপর পাহাড় ধসের ঘটনায় মোহাম্মদ শাহেদ (১৮) ও সাদ্দাম হোসেন (২৮) ২ জন নিহত হয়েছেন। এছাড়া দেলোয়ার হোসেন (২৫) ও আরফাত হোসেন (৩০) নামে ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।