আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন খানের কুলখানী অনুষ্ঠান সম্পন্ন

মোঃ মেহেদী হাসান,গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন খানের কুলখানী গতকাল সোমবার বিকেলে সম্পন্ন করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামে তার নিজ বাড়িতে গতকাল সোমবার দিনভর কোরআন খানি ও বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহন করেন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা বরিশাল সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াহেদ, মরহুমের বড় ছেলে ব্যবসায়ী ইমরান খান, ছোট ছেলে মেজর আদনান হোসেন নবীন, গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আফজাল হোসেন, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন কবিরাজ, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফাসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক সংগঠন ও নানা শ্রেনী পেশার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এ রাজনীতিবিদ সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী এ আওয়ামীলীগ নেতা বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইন্তেকাল করেন। বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর তিনি বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহসভাপতি পদ ছেড়ে দিয়ে সাবেক চীফ হুইপ জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র হাত ধরে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছিলেন।