সরকারি গাছ কেটে বিক্রি করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির গুয়ারেখা ইউনিয়নের একটি রাস্তার সরকারি গাছ কেটে বিক্রি করছেন সুরেশ চন্দ্র বড়াল নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। জানা গেছে ওই ইউনিয়নের চাঁদকাঠি-জগন্নাথকাঠি সড়কের একুশগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ৪ টি মেহগনি ও ২ টি আকাশমনি গাছ বাটনাতলা এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক সুরেশ কাঠ ব্যাবসায়ী তারক চন্দ্র বড়ালের নিকট বিক্রি করেন। গতকাল রোববার সকালে ওই গাছ কাটতে দেখে এলাকাবাসী উপজেলা বন বিভাগে খবর দেয়। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ জানান, ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন তারা। এর পূর্বেই দুটি মেহগনি গাছ কেটে ফেলা হয়। পরে বন কর্মকর্তারা ওই কাটা গাছ দুটি ওই সড়কের বাগান সভাপতি হীরালাল বড়ালের জিম্মায় রেখে আসেন। এ ব্যাপারে ইউএনও আবু সাঈদ জানান, এ বিষয়ে বনকর্মর্তাকে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।